শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল থেকেই এসব খাবার দোকান বন্ধ রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থী নাফিসা আঞ্জুম বলেন, মঙ্গলবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ভেতরের খাবারের দোকানগুলো বন্ধ দেখা যায়। দোকানদাররা প্রশাসনের নির্দেশনার অযুহাত দেখিয়ে দোকান খুলছেন না। আমাদের ধারণা, চলমান আন্দোলন বন্ধ করার জন্য এই দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা এই দোকানগুলো থেকে নিয়মিত খাবার গ্রহণ করতেন।
এদিকে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডের পাশে তিনটি ফুডকোর্ট এবং পরিবহন গ্যারেজের পাশের টং দোকানগুলো বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা জানান, আন্দোলন শুরু হওয়ার পর থেকে এই খাবারের দোকানগুলো মধ্যরাত পর্যন্ত খোলা থাকত, তবে মঙ্গলবার প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।