হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়বেন সীমা, প্রিয়াঙ্কার শুভেচ্ছা


ঢাকা | Published: 2021-04-25 06:18:43 BdST | Updated: 2024-04-25 18:09:10 BdST

ভারতের ঝাড়খণ্ডের দরিদ্র পরিবারের মেয়ে সীমা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পেয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছেন। তাঁর সেই কঠিন সংগ্রামের গল্প শেয়ার করা হয়েছে অন্তর্জালে, যা নজরে এসেছে বলিডড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার; যিনি সর্বদা নারী-শিক্ষা বিষয়ে বেশ সোচ্চার।

তাই তো সীমার জীবনের গল্প শেয়ার করে নিজে অভিনন্দন জানাতে ভুল করেননি এই বলিউড তারকা। প্রিয়াঙ্কা টুইট বার্তায় লিখেছেন, ‘মেয়েকে শিক্ষিত করুন এবং সে বিশ্ব বদলে দিতে পারে... এমন অনুপ্রেরণামূলক অর্জন। ব্রাভো সীমা। তুমি পরবর্তী সময়ে কী করছো, তা দেখার জন্য আমার তর সইছে না।’

প্রিয়াঙ্কা বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। সম্প্রতি ‘টেক্সট ফর ইউ’ শিরোনামে একটি রোমান্টিক হলিউড সিনেমার শুটিং শেষ করেছেন প্রিয়াঙ্কা। সিনেমাটি জিম স্ট্রোজের রচনা ও পরিচালনায় সোফি ক্রেমারের উপন্যাস অবলম্বনে জার্মান ভাষার ‘এসএমএস ফুর ডিচ’-এর রিমেক।