চিকিৎসায় নোবেল পেলেন জুলিয়াস ও পটাপৌটিয়ান


Dhaka | Published: 2021-10-05 03:21:28 BdST | Updated: 2024-04-16 16:25:35 BdST

এ বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের দুই চিকিৎসাবিজ্ঞানী ডেভিড জুলিয়াস ও আরডেম পটাপৌটিয়ান। তাপমাত্রা এবং স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য পুরষ্কার বিজেতা হিসেবে যৌথভাবে তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। খবর- সিএনএন এর।

বাংলাদেশে সময় সোমবার (৪ অক্টোবর) দুপুরে সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে ২০২১ সালের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরষ্কারের এ ঘোষণা আসে।

সূর্যের উষ্ণতা কিংবা প্রিয়জনের স্পর্শ মানবদেহ কীভাবে অনুভব করে তার গবেষণায় এই গবেষকেরা আবিষ্কার করেছেন তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর।

মানবদেহের যে নার্ভ সেন্সরের কারণে আমাদের ত্বক তাপ অনুভব করতে পারে সেই সেন্সরকে শনাক্ত করতে অবদান রেখেছেন ডেভিড। আর আর্ডেম মানবদেহের কোষে আলাদা চাপ-সংবেদনশীল সেন্সর খুঁজে পেয়েছেন। এই সেন্সরের কারণে দেহ কোনো উদ্দীপনায় সাড়া দিতে পারে।

তাদের আবিষ্কারকে কাজে লাগিয়ে ক্রনিক ব্যথাসহ আরও নানা ধরনের রোগের চিকিৎসা পদ্ধতি বের করার চেষ্টা চলছে।

আমাদের ইন্দ্রিয় ও পরিবেশের মধ্যে জটিল পারস্পরিক বোঝাপড়ায় গুরুত্বপূর্ণ অনুপস্থিত সংযোগগুলো ডেভিড ও আর্ডেম চিহ্নিত করেছেন বলে জানায় নোবেল কমিটি।

ডেভিড জুলিয়াস সানফ্রান্সিসকোয় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক। আর আর্ডেম পটাপৌটিয়ান কাজ করেন আমেরিকান স্ক্রিপস রিসার্চ ইন্সটিটিউটে।