ডাকাতি করে প্রেমিকাকে আইফোন, হবু শাশুড়িকে ফ্ল্যাট দিলেন প্রেমিক!


Desk report | Published: 2022-02-17 20:39:30 BdST | Updated: 2024-04-24 00:23:22 BdST

দিনে দুপুরে কোটি টাকা ডাকাতি। আর সেই ঘটনার তদন্তে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ভারতের কলকাতা রাজ্যের হাওড়ার এক ঘটনা তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা জানতে পারেন ডাকাতি করে প্রেমিকাকে আইফোন কিনে দিয়েছিল অভিযুক্ত মল্লিক। শুধু তাই নয়, শাশুড়িকে ফ্ল্যাট কিনতে উত্তরপ্রদেশে পাঠিয়েছে মোটা টাকা। এ ঘটনায় আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ।

গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা নাগাদ হাওড়ার বেলিলিয়াস রোডে ১ কোটি টাকা ডাকাতি করে পালায় তিন জন। পালাতে গিয়ে যানজট পেরোনোর সময় প্রকাশ্যে বন্দুক দেখাতে থাকে তাদের একজন। এ ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, ডাকাতি করা হয়েছে রীতিমতো বরাত দিয়ে। বরাত দিয়েছেন লোহার কারখানার মালিক সুনীল শর্মার পূর্ব পরিচিতরাই।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ননীগোপাল দাস, শিবরাম চট্টোপাধ্যায় ও বিশ্বজিত দাস নামে তিন ব্যক্তি এ ডাকাতির বরাত দেয়। তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পারেন, বিভিন্ন আর্থিক দুর্নীতিতে সুনীলকে সাহায্য করত এরা। যার ফলে তার কোথায় কত টাকা থাকে সব জানা ছিল তিন জনেরই। কিন্তু নিজেরা ডাকাতি করলে ধরা পড়ে যেতে পারে এ আশঙ্কায় কয়েকজন যুবককে ডাকাতির বরাত দেয় তারা।

এরপর তিন ডাকাত কার্তিক, হেমন্ত ও ভিকিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে দুই জন টাকার হদিশ দিতে পারলেও ভিকি একটা বড় টাকার হিসাব দিতে পারেনি। জেরার মুখে সে স্বীকার করে, ডাকাতির টাকায় বার ড্যান্সার প্রেমিকাকে আইফোন প্রো ম্যাক্স কিনে দিয়েছে সে। সঙ্গে ফ্ল্যাট কেনার জন্য শাশুড়িকে উত্তর প্রদেশে চার লাখ টাকা পাঠিয়েছে।

এ ঘটনায় বোম্বে রাজেশ নামে এক ব্যক্তির খোঁজ করছে পুলিশ। গোয়েন্দাদের দাবি, ডাকাতির বরাত নিয়েছিল সে-ই।