কাশ্মীরে ফের ‘বন্দুকযুদ্ধ’, নিহত ৩


ডেস্ক নিউজ | Published: 2025-05-15 11:59:18 BdST | Updated: 2025-06-14 08:07:37 BdST

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, কাশ্মীরের আওন্তিপোরায় কয়েক ঘণ্টা ধরে তীব্র বন্দুকযুদ্ধ চলেছে। বৃহস্পতিবার একজন ও আগে মঙ্গলবার দুজন নিহত হয়। আরও দুই সন্ত্রাসী ওই এলাকায় আটকা পড়েছে।

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার একটি উপ-জেলা অবন্তিপোরার নাদের এবং ত্রাল এলাকায় এই সংঘর্ষ শুরু হয়েছে জানিয়ে এনডিটিভি বলছে, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় সংঘর্ষ। মঙ্গলবার কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে তিন সন্ত্রাসী নিহত হয়েছে।

প্রতিবেদন বলছে, প্রথমে সংঘর্ষ শুরু হয়েছিল কুলগামে এবং পরে শোপিয়ানের একটি বনাঞ্চলে তা ছড়িয়ে পড়ে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আটক করে।

ভারতীয় সেনাবাহিনী এক্সে পোস্ট করেছে, ১৩ মে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোপিয়ানের শোয়াকাল কেলার এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে ভারতীয় সেনাবাহিনী একটি অনুসন্ধান এবং ধ্বংস অভিযান শুরু করে। অভিযান চলাকালীন, সন্ত্রাসীরা প্রচণ্ড গুলি চালায় এবং ভয়াবহ গুলিবর্ষণ শুরু হয়, যার ফলে তিনজন কট্টর সন্ত্রাসী নিহত হয়। অভিযান চলছে।

জম্মু ও কাশ্মীরে নিয়মিতভাবে বেশ কয়েকটি অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে গত ২২ এপ্রিলের পেহেলগাম সন্ত্রাসী হামলার পর। ওই হামলায় ২৬ জন নিহত হযন। সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত ৭ মে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে অপারেশন শুরু করে। এই অভিযান দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক উত্তেজনা বাড়িয়ে তোলে।

সর্বশেষ ১০ মে ভারত ও পাকিস্তান একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। ওইদিন বিকেল ৫টা থেকে স্থল, আকাশ এবং সমুদ্রে সমস্ত সামরিক পদক্ষেপ বন্ধ করার সিদ্ধান্ত নেয় দুই দেশ।