দিল্লিতে রেড এলার্ট জারি


ডেস্ক নিউজ | Published: 2025-06-12 10:30:42 BdST | Updated: 2025-07-12 06:57:12 BdST

তীব্র গরমে নাজেহাল ভারতের রাজধানী দিল্লি। সেখানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বুধবার হিট ইনডেক্সে তাপমাত্রা ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পর এই সতর্কতা জারি করা হয়।

দিল্লিতে বর্তমান তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি বেশি বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবারও তাপমাত্রা ৪৩ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস থাকার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস বলছে, ১৩ জুন পর্যন্ত এই ভয়াবহ গরমের ধারা অব্যাহত থাকবে। এরপর একটি পশ্চিমী ঝড় উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এরফলে দিল্লিতে হালকা বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। কমতে পারে তাপমাত্রা।

বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে ভারতের এই রাজধানীর সবচেয়ে বেশি গরম ছিল আয়ানগরে, সেখানে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর পালাম (৪৪.৫), রিজ (৪৩.৬), পিতমপুরা (৪৩.৫), লোদি রোড (৪৩.৪), ময়ূর বিহার (৪০.৯) এবং সফদরজং (৪৩.৩) ছিল অন্যান্য গরম অঞ্চল।