
ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে আহত হয়েছে অন্তত ৬৩ জন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আর তেল আবিবের ৭টি এলাকায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গতকাল শুক্রবার দিনভর ইরানের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলার পর, রাতে এই হামলা চালায় তেহরান।
এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে কাজ করছে আইডিএফ। এতে তাদেরকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। হামলা থেকে সুরক্ষা পেতে বেসামরিক ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রের ভেতরে থাকতে আহ্বান জানিয়েছে তারা। ইসরায়েলের জন্য নরকের দরজা খোলার হুমকি দিয়েছে ইরান।
অন্যদিকে পাল্টা হামলা প্রতিরোধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে তেহরান।