ইসরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান


নিউজ ডেস্ক | Published: 2025-06-19 13:38:26 BdST | Updated: 2025-07-10 03:20:52 BdST

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরসেবা শহরের সরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা বিবিসিকে জানান, হাসপাতালটি ছাড়াও আরও তিনটি বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র।

ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে, তাঁদের সদস্যরা ঘটনাস্থলগুলোতে যাচ্ছেন।

বৃহস্পতিবার ইসরায়েলের দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর ফলে ইসরায়েলের বেশির ভাগ অংশ সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেম ও তেল আবিবে।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের দেওয়া তথ্যের বরাতে আল–জাজিরা জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে সরোকা হাসপাতালের ছাদের একাংশ ধসে পড়েছে। সেই সঙ্গে ভেঙে গেছে হাসপাতাল ভবনের বাইরের দেওয়ালের কাঁচ।

হাসপাতালটির মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালটির ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। তাই স্থানীয়দের ওই হাসপাতালে চিকিৎসা নিতে যেতে মানা করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে হাসপাতালে হামলার এই ঘটনাকে ‘ইচ্ছাকৃত’ ও ‘অপরাধমূলক’ কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে সামরিক বাহিনীর রেডিওকে ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো বলেন, ‘এটা যুদ্ধাপরাধ।’ হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেন তিনি।