
যুক্তরাষ্ট্রের পর ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় এবার হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির কোম প্রদেশের সংকটকালীন ব্যবস্থাপনা বিভাগের সদর দপ্তরের মুখপাত্র মোর্তজা হায়দারি আধা সরকারি তাসনিম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ফর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার একদিন পর আজ সোমবার সেখানে ইসরায়েলও হামলা চালাল।
গত ১৩ জুন ইরান আর ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর ফর্দো পারমাণবিক স্থাপনায় একদফা হামলা চালিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি হামলার কারণে ওই এলাকায় বাসিন্দাদের আপাতত কোনো বিপদ নেই বলেও তাসনিমকে জানিয়েছেন মোর্তেজা হায়দারি।
ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে অবস্থিত। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ রাখা ছিল। যদিও গতকাল রোববার ইরানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেন, অস্ত্র তৈরির উপযোগী মানের কাছাকাছি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের হামলার আগে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলা হয়েছিল।