কুবিতে প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করলো তিন শিক্ষক


Al Shahriar | Published: 2024-04-30 20:22:21 BdST | Updated: 2024-05-17 08:15:54 BdST

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিনটি প্রশাসনিক পদ থেকে একজন প্রাধ্যক্ষ, একজন হাউজ টিউটর, একজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে বিষয়টি জানা যায়।

শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেছেন সাহেদুর রহমান, নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের হাউজ টিউটর পদ থেকে পদগগ করেছেন ড. মোছাঃ আশিখা আক্তার, প্রক্টরিয়াল বডি থেকে পদত্যাগ করেছে মো:মোশারফ হোসাইন।

সাহেদুর রহমান তার পদত্যাগপত্রে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন চলমান সংকটে কোন ভূমিকা রাখতে না পারার কথা, আশিখা আক্তার তার পদত্যাগপত্রে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলাকে এবং মোশারফ হোসেন তার পদত্যাগপত্রে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন সৃষ্ট সংকটে উপাচার্যের কোন প্রকার পদক্ষেপ না নেয়াকে।