এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে দেশে তৃতীয় বাকৃবি


Desk report | Published: 2024-05-01 19:28:49 BdST | Updated: 2024-05-17 08:36:43 BdST

‘এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৪’ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)। এতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

বুধবার (১ মে) টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে এশিয়ার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের জায়গা হলেও র‌্যাংকিংয়ে অবস্থান করেছে মাত্র ৯টি বিশ্ববিদ্যালয়।

এবারের র‌্যাংকিংয়ে ৩৫১-৪০০ গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আর র‌্যাংকিংয়ের ৩০১-৩৫০ গ্রুপে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

এশিয়ার ৩১টি দেশের মোট ৭৩৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের র‌্যাংকিংটি করা হয়েছে।

মূলত বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান, মৌলিক গবেষণা, জ্ঞান বিতরণের পদ্ধতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের এ তালিকা করা হয়েছে।

র‌্যাংকিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে টানা পঞ্চমবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে চীনের সিনহুয়া ও পিকিং বিশ্ববিদ্যালয়। সেরা দশের মধ্যে চীনের পাঁচটি, হংকংয়ের দুটি, সিঙ্গাপুরের দুটি এবং জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।