নতুন বছরের ৬০ হাজার বই বাতিল!


Dhaka | Published: 2020-12-19 00:13:07 BdST | Updated: 2024-06-01 07:58:34 BdST

২০২১ শিক্ষাবর্ষে জন্য প্রস্তুত করা প্রাথমিক স্তরের ৬০ হাজার বই বাতিল করা হয়েছে। বইগুলো ‘মানসম্মত না হওয়ায়’ যাচাই-বাছাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে সম্প্রতি ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা-সংক্রান্ত এক সভা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাপতি মো. জাকির হোসেন।

এ প্রসঙ্গে অতিরিক্ত সচিব (বিদ্যালয়) গোলাম মো. হাসিবুল আলম জানান, ২০২১ শিক্ষাবর্ষে ১০ কোটি ২৫ লক্ষাধিক পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য ৩৯টি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। প্রায় ৬০ শতাংশ মুদ্রণ কাজ শেষ হয়েছে এবং ইতোমধ্যে প্রায় ৪০ শতাংশ বই মাঠপর্যায়ে পাঠানো হয়েছে।

সরবরাহ করা বইয়ের মধ্যে কিছুসংখ্যক বই মানসম্মত নয় মর্মে মাঠপর্যায় থেকে জানা যায়। যেমন কোনো বইয়ের কাগজের মান ভালো নয়, আবার কোনো কোনো বইয়ের মুদ্রণ সঠিকভাবে হয়নি। এ বিষয়ে পাঠ্যপুস্তকের মান যাচাইয়ের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান ব্যুরো ভেরিটাস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রতিনিধির কাছে বিস্তারিত জানতে চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

সভায় প্রতিমন্ত্রী বলেন, অনেক মুদ্রণ প্রতিষ্ঠানে ব্যুরো ভেরিটাসের প্রতিনিধি থাকেন না। তা ছাড়া একাধিক প্রতিষ্ঠানে একজন প্রতিনিধি থাকার বিষয়েও মাঠপর্যায় থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এএম মনসুরুল আলম সোমবার (১৪ ডিসেম্বর) গণমাধ্যমকে জানিয়েছেন, ইতোমধ্যে ঢাকার বিভাগীয় উপপরিচালকের মাধ্যমে প্রত্যেক প্রতিষ্ঠানে একজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা নিয়মিতভাবে মুদ্রণ কার্যক্রম তদারকি করছেন এবং ইতোমধ্যে ৬০ হাজার বই বাতিল করা হয়েছে।