যারা নাচে তাদের উড়তে ডানা লাগে না


Desk report | Published: 2022-01-26 10:19:14 BdST | Updated: 2024-04-26 13:19:16 BdST

ফ্রিল্যান্স ফটোগ্রাফার জয়িতা আফরিন, থাকেন ঢাকার ধানমন্ডিতে। মঙ্গলবার সকালে তিনি ফটোগ্রাফির কাজে মডেল মোবাশ্বিরা কামাল ইরাকে নিয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে।

ভাবছিলেন, ফটোগ্রাফির আলাদা একটা অর্থ তৈরি করবেন। এমন সময় রাজু ভাস্কর্যের পাশে চোখে পড়ে চলমান বিভিন্ন আন্দোলনের সাঁটানো প্লাকার্ড। যেই ভাবনা, সেই কাজ। পরিকল্পনা অনুযায়ী ক্লিক। ছবিগুলো ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মঙ্গলবার বিকেলে ফেসবুকে ‘নাচিয়ের উড়তে পাখা লাগে না’ শিরোনামে আপলোড দেওয়া ছবিগুলো অনেকে শেয়ার দিচ্ছেন। সঙ্গে জুড়ে দিচ্ছেন প্রশংসাসূচক ক্যাপশন। মন্তব্যের ঘরেও অনেকে লিখছেন প্রশংসাসূচক বাক্য।

জয়িতা আফরিনের তোলা কয়েকটি ছবিতে নারী মডেল মোবাশ্বিরা কামাল ইরাকে শূন্যে ভেসে থাকতে দেখা যায়। ছবিগুলো বেশিরভাগ শেয়ার হচ্ছে কাজী নজরুলের বিদ্রোহী কবিতার লাইন দিয়ে।