ঢাকা কলেজে ঈদুল আজহার ছুটি শুরু, হল ছাড়ছেন শিক্ষার্থীরা


Desk report | Published: 2022-07-05 05:29:48 BdST | Updated: 2024-03-19 15:35:00 BdST

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা কলেজে ছুটি শুরু হয়েছে। সোমবার (৪ জুলাই) থেকে আগামী ১৪ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ১১দিনের জন্য কলেজের উচ্চমাধ্যমিক, অনার্স ও মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে৷

ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ. টি. এম. মইনুল হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ জুলাই (সোমবার) থেকে ১৪ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত কলেজের উচ্চমাধ্যমিক, অনার্স ও মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। তবে সরকারি ছুটি ব্যতীত অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে।

এদিকে কলেজ বন্ধের নোটিশ আসার পর থেকেই আবাসিক শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। ইতোমধ্যেই আটটি হলের অধিকাংশ আবাসিক শিক্ষার্থী পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে হল ছেড়েছেন। যারাও আছেন তারাও বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আবাসিক এলাকার পুকুরপাড়, খেলার মাঠ, পরিবেশ চত্বর, বকুল চত্বরে নেই চির চেনা জমজমাট অবস্থা।

ঢাকা কলেজের দক্ষিণ ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক সহযোগী অধ্যাপক মো. আনোয়ার মাহমুদ বলেন, প্রতিষ্ঠান বন্ধের পরও শিক্ষার্থীদের হলে থাকার সুযোগ রয়েছে। অনেকেই আছেন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তাদের বিষয়টি চিন্তা করে হলে অবস্থানের সুযোগ দেওয়া হয়। তবে ফাকা হলে যেন কোনো প্রকার অনভিপ্রেত ঘটনা না ঘটে সেজন্য ইতোমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

//