নটরডেম কলেজ থেকেই বুয়েটে চান্স ৩০০ শিক্ষার্থীর


ওয়ালি খাঁন রাজু | Published: 2017-11-08 06:17:43 BdST | Updated: 2024-09-15 18:58:24 BdST

রাজধানীর স্বনামধন্য উচ্চ মাধ্যমিক শিক্ষালয় নটরটেম কলেজ থেকেই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বুয়েট ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে প্রায় তিনশ শিক্ষার্থী। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে তবে ৩০০ শিক্ষার্থীর বিষয়ে নিশ্চিত হয়েছে নটডেম কলেজ পরিবার। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকৌশল-সম্পর্কিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

এ বছর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বুয়েট ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা ছিল ১০৩০টি। এরমধ্যে রাজধানীর মতিঝিলের নটরডেম কলেজের শিক্ষার্থীরাই প্রায় তিনশত আসন দখল করার গৌরব অর্জন করেন ।

২০১৭ সনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নটরডেম কলেজের বিজ্ঞান বিভাগের প্রায় ১৪ টি ব্যাচ থেকে তিনশত শিক্ষার্থী এ সফলতা অর্জন করেন।

শুধু তাই নয়, বুয়েট ভর্তি পরীক্ষায় মেধাতালিকার সেরা দশে প্রায় চারজন নটরডেমিয়ান স্থান করে নেন। সেরা দশের দ্বিতীয়, চতুর্থ , ষষ্ঠ,সপ্তম স্থান অধিকার করেছেন যথাক্রমে ফাহিম, মৃন্ময়, এলিন, দিগন্ত নামের চার নটরডেম শিক্ষার্থী।

এমএসএল