
রাজধানীর ঐতিহ্যবাহী নটরডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) কলেজের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ২৭০ জন।
লিখিত পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে ১ হাজার ৮০০ জন রয়েছেন। এছাড়া ইংরেজি মাধ্যমে ৩০০ জন ছাড়াও মানবিক বিভাগে ৪১০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৬০ জন রয়েছেন। আগামী ২৩ ডিসেম্বর উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হবে।
এ বিষয়ে কলেজের এক নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত দিনে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কলেজের গেইটে শিক্ষার্থীকে উপস্থিত থাকতে হবে। এছাড়া পরীক্ষার দিন ভর্তি আবেদনের প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র, ট্রান্সক্রিপ্ট/মার্কশীটের ইন্টারনেট প্রিন্ট কপি, দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষার রিপোর্ট কার্ড (যদি থাকে) আনতে হবে। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের সনদও (যদি থাকে) আনতে হবে। সর্বোপরি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে নির্দেশনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
এর আগে একাদশ শ্রেণিতে ভর্তিতে গত ৭ ডিসেম্বর রাত ১২টা থেকে ১৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত সরাসরি নটরডেম কলেজের নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে আবেদন নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৭ ডিসেম্বর।