ঢাবির হলে বৈধ সিট নিশ্চিত করাসহ ৫ দাবিতে মানববন্ধন


DU Correspondent | Published: 2023-09-19 00:03:25 BdST | Updated: 2024-05-19 07:57:10 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের বৈধ সিট নিশ্চিতকরণ, সিট বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ পাঁচ দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ‘বৈধ সিট আমার অধিকার’ সংগঠনের পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন থেকে সংগঠনটির নেতাকর্মীরা পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো─

১. প্রথম বর্ষ থেকে প্রশাসন কর্তৃক বৈধ সিট বরাদ্দ দিতে হবে।

২. সিট বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না ।

৩. অবৈধভাবে সিট দখলকারীদের অবিলম্বে হল ত্যাগ করতে হবে ।

৪. পলিটিক্যাল গণরুম বাতিল করতে হবে।

৫. গেস্টরুম নামক টর্চারসেল বন্ধ করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদেরকে গণরুমে রেখে রাজনৈতিক দলের নেতারা বছরের পর বছর রাজনীতি করতে বাধ্য করছে, যা খুবই জঘন্য। সিট কারো দয়া-দাক্ষিণ্যের বিষয় নয়। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত কষ্ট করে চান্স পেয়েও প্রশাসন কর্তৃক সিট পায় না। হলের গেস্টরুমে শিক্ষার্থীদের ঘণ্টার পর ঘণ্টা মানসিক অত্যাচার করা হয়, জেরা করা হয় তারা প্রোগ্রামে গেছে কি যায়নি। বছরের পর বছর ধরে এভাবে রাজনৈতিক দলগুলো নিজেদের প্রভাব বিস্তার করতে হলগুলো দখল করে আছে।

এসময় শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে নেমে আসলে তারা দাসত্ব থেকে মুক্তি পাবে বলেও অভিমত প্রকাশ করেন বক্তারা।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরমানুল হকের সভাপতিত্বে এবং বাইয়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী উমামা ফাতেমার সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন─ ডান্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী সাইমুননাহার কর্ষি, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তন্ময়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী শোভন ও দীপ্ত, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সামির, দর্শন বিভাগের শিক্ষার্থী সজীব এবং পদার্থ বিভাগের শিক্ষার্থী সাকিবুর রনি প্রমুখ।