ঢাবিতে প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা


DU Correspondent | Published: 2024-02-14 16:08:44 BdST | Updated: 2024-05-08 05:48:06 BdST

‘যুক্তির সাথে, প্রগতির পথে’ এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ‘সোসিওলজিক্যাল ডিবেটিং সোসাইটি’ আয়োজন করেছে ‘বঙ্গবন্ধু স্মৃতি আন্তঃসেমিস্টার বিতর্ক প্রতিযোগিতা-২০২৪’।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বিভাগের চেয়ারম্যান ও সোসিওলজিক্যাল ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর অধ্যাপক জিনাত হুদা।

সোশিওলজিক্যাল ডিবেটিং সোসাইটির সভাপতি ফারজানা আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসাঈনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসিওলজিক্যাল ডিবেটিং সোসাইটির মডারেটর ও বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম জামাল উদ্দীন, ডিইউডিএস-এর সাবেক সভাপতি শেখ মো. আরমান। এছাড়া অনুষ্ঠানে বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অর্গানাইজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন ও অর্ণব আজাদ।

সোশিওলজিক্যাল ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় বিভাগের মোট ১০টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনাল পর্বে বিভাগের ১৬তম ব্যাচের টিমকে হারিয়ে ১৭তম ব্যাচের টিম ’ভার্বাল ভ্যানগার্ড’ চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী দলের বিতার্কিকরা হলেন মেহেদী হাসান, শাবাব ইসমায়ী, মারুফ হাসান। এদের মধ্যে ডিবেটর অব দ্যা ফাইনাল হিসেবে নির্বাচিত হন শাবাব ইসমায়ী।