ঢাবিতে ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায়


DU Correspondent | Published: 2024-04-08 18:42:23 BdST | Updated: 2024-04-30 00:49:58 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। সোমবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদুল জামিয়ার প্রধান খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র খতিব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় ঈদুল ফিতরের পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়।