
দেশজুড়ে তীব্র তাপদাহে শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সব ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। তবে ক্লাস অনলাইনে হলেও পূর্বনির্ধারিত সব পরীক্ষা শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে দিতে হবে।
রোববার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার।
এই শিক্ষক বলেন, সব ক্লাস অনলাইনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা হল অথবা বাসায় বসে ক্লাসে যুক্ত হবে। তবে পরীক্ষা আগের মতো চলবে।