বেসরকারি শিক্ষকদের জুন মাসের বেতন ছাড়


টাইমস ডেস্ক | Published: 2018-07-16 16:08:19 BdST | Updated: 2024-04-26 22:53:22 BdST

বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষকদের জুন মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) ছাড় দেয়া হয়েছে। রোববার (১৫ জুলাই) দুপুরে এ অর্থ নির্ধারিত ব্যাংকে জমা দেয়া হয়েছে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) থেকে জানানো হয়েছে।

বলা হয়েছে, মাউশির অধিনস্থ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশের চেক ব্যাংকে জমা দেয়া হয়েছে। আটটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীরা আগামী ১৯ জুলাই পর্যন্ত নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

অন্যদিকে, এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুন মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক ছাড় হয়েছে। রোববার অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে। শিক্ষকরা ২২ জুলাই পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন বলে মাদরাসা অধিদফতর থেকে তা নিশ্চিত করা হয়েছে।

তবে এখনও কারিগরি শিক্ষকদের এমপিওর চেক ছাড় হয়নি বলেও জানা গেছে।

টিআই/ ১৬ জুলাই ২০১৮