উচ্চশিক্ষায় দেশ ছাড়ার হিড়িক শিক্ষার্থীদের


Desk report | Published: 2023-02-04 20:44:45 BdST | Updated: 2024-04-27 04:56:10 BdST

উচ্চশিক্ষায় দেশ ছাড়ার হিড়িক লেগেছে। গত কয়েক বছরে পাল্লা দিয়ে বেড়েছে তরুণদের বিদেশ যাওয়া। পরামর্শক প্রতিষ্ঠানগুলোতে প্রবাসে পাড়ি জমাতে প্রতিনিয়ত ভিড় করছেন অসংখ্য শিক্ষার্থী।

বাদ যায়নি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরাও। নানা কারণে বিদেশ যেতে মরিয়া তারা। দেশ ছাড়তে চান চাকরিজীবীরাও। কিন্তু প্রশ্ন হলো, কেন এই বিদেশ যাত্রা?

ইউনেস্কোর সাম্প্রতিক এক তথ্যে দেখা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে বিশ্বের ৫৭টি দেশে পাড়ি জমিয়েছে ৪৯ হাজারের বেশি শিক্ষার্থী। দেশের প্রতিটি আন্দোলন, প্রতিটি অর্জনের পেছনে রয়েছে তরুণদের অবদান আর আত্মত্যাগের ইতিহাস। আর সেই তরুণরাই কাজের যথাযোগ্য মূল্যায়ন কিংবা পরিবেশ নিয়েও অনিশ্চয়তায় ভুগছে।

বিদেশ যাত্রার পরামর্শক প্রতিষ্ঠান বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান এম কে বাশার জানান, শুধু গত বছরই ৪৫ হাজার তরুণ-তরুণী বিদেশে গিয়েছেন, যা তার আগের দু বছরে প্রবাসগামী শিক্ষার্থীর সমান।

এই পরিস্থিতির জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকেই দায়ী করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আর্থসামাজিক ও গবেষণার পরিবেশের ঘাটতি, উপযুক্ত কর্মসংস্থানের অভাব এবং নিরাপত্তাহীনতা এর বড় কারণ মনে করছেন তিনি।

গত বছর বাংলাদেশ থেকে শুধু যুক্তরাষ্ট্রেই পাড়ি জমিয়েছেন ১১ হাজার শিক্ষার্থী।