৪৫তম বিসিএস: বাংলায় লিখিত পরীক্ষা ৩০০ নম্বরে


Desk report | Published: 2023-11-14 21:39:46 BdST | Updated: 2024-12-09 00:23:36 BdST

৪৫তম বিসিএসের বাংলায় লিখিত পরীক্ষা ২০০ নম্বরের পরিবর্তে ৩০০ নম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এই পরিবর্তনের তথ্য জানা যায়। এর আগে বাংলার লিখিত পরীক্ষা ২০০ নম্বরে অনুষ্ঠিত হত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি বা পেশাগত এবং সাধারণ ক্যাডারের প্রার্থীদের দুই দিনে ০০১ ও ০০২ কোডের (১০০ + ২০০) ৩০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।

৪৫তম বিসিএসের বাংলা প্রথমপত্রের (কোড নম্বর-০০১) লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর সকাল ১০টা-১টায় অনুষ্ঠিত হবে। আর বাংলা দ্বিতীয়পত্রের (কোড নম্বর-০০২) পরীক্ষা হবে ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি ৫৩৯ জন নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। এরপর ৪৩৭ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।