“ক্যাম্পাস ক্লাইম্যাক্স” সিনেমাটির কথা মনে আছে? ঢাকাবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা নির্মিত বিশ্ববিদ্যালয় জীবন কেন্দ্রিক সিনেমাটি মুক্তির পর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়াফেলে দেয়। রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী সবার মাঝে তুমুল প্রশংসিত হয় ছবিটি। জিৎ দে’র চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ছবিটি ২০২০ সালে মুক্তির মাত্র পনেরো দিনের মাথায় করোনা মহামারী ও লক ডাউনের কবলে পড়ে। থেমে যায় ছবির দেশ বিদেশে নির্ধারিত যাবতীয় সব প্রচারনা ও প্রদর্শনী। তবু ইউটিউবে দেখে অনেক দর্শক মুগ্ধ হন এবং কমেন্ট করে পরিচালককে অনুরোধ করেন ছবিটির সিকুয়েল বানাতে। সেই ধারাবাহিকতায় পরিচালক জিৎ দে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসকে মাথায় রেখে ঘোষণা দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আবারো ফিকশন নির্মাণ করবেন তিনি। কিন্তু এবার সিনেমা নয়, বানাবেন সিরিয়াল।
জিৎ দে ক্যাম্পাস টাইমসকে জানান “তখন অনেকেই আমাকে বলেছিলো যেন ক্যাম্পাস ক্লাইম্যাক্স ২ বানাই। কিন্তু আমি ভেবে দেখলাম একটা দেড় দুই ঘণ্টার সিনেমায় আসলে অনেক কিছু দেখানো যায় না। তাছাড়া মুভি একটা বিশাল কর্মযজ্ঞ। সিনেমার ভাষা আর নান্দনিকতা ঠিকঠাক বজায় রাখতে বেশ সময় ও অর্থের প্রয়োজন হয়। তাই সিরিয়াল করার সিদ্ধান্ত নিলাম যাতে আমরা খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের মাঝে জিনিসটা পৌঁছে দিতে পারি”।
যেহেতু ক্যাম্পাসের গল্প আবার ফিরে আসছে। তাই সিরিয়ালটির নাম রাখা হয়েছে “ক্যাম্পাস রিটার্নস”। “ক্যাম্পাস ক্লাইম্যাক্স” এর মতো এই সিরিয়ালেও অভিনয় করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিনয়ে আগ্রহী ছেলে মেয়েরা তাদের নাম ও মোবাইল নাম্বারসহ ৩ কপি ভিন্ন ডিজাইনের এডিট ছাড়া ছবি (হাফ, ফুল ও ক্লোজ) ইমেইলে পাঁঠিয়ে দিতে পারবেন। ছবিসহ প্রয়োজনীয় তথ্য পাঠানোর ইমেইল আইডিঃ[email protected]
এছাড়া সহকারী পরিচালক হিসেবে কাজ করতে আগ্রহী শিক্ষার্থীরা উক্ত মেইল আইডিতে তাদের আগ্রহের কথা জানিয়ে ইমেইল দিন।
“ক্যাম্পাস রিটার্নস” সিরিয়ালের ট্রেইলার খুব শীঘ্রই Fair Flix (ফেয়ারফ্লিক্স) ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এছাড়া এপিসোড গুলোও উক্ত চ্যানেলে দেখা যাবে। সিরিয়ালটি সাংস্কৃতিক কর্মকান্ড হিসেবে শিক্ষার্থীদের ব্যাক্তিগত উদ্যোগে নির্মিত হবে। সিরিয়ালটির মিডিয়াপার্টনার হিসেবে থাকছে ক্যাম্পাসটাইমস.প্রেস।
অভিনয়ে আগ্রহীদের দৃষ্টি আকর্ষণ:
নাম, ছবি ও মোবাইল নাম্বার পাঠানোর ইমেইল আইডিঃ[email protected]