২১ সেপ্টেম্বর আসছে ওয়েব সিরিজ ‘ক্যাম্পাস রিটার্নস’


ঢাকা | Published: 2023-09-17 15:29:44 BdST | Updated: 2024-04-27 12:23:37 BdST

অনলাইনে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘ক্যাম্পাস রিটার্নস’ এর ট্রেলার। বিশ্ববিদ্যালয় জীবন নির্ভর এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা জিৎ দে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে হয়ে গেল ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর ও কমিউনিকেশন ডিজ অর্ডারস বিভাগের সহকারী অধ্যাপক তাওহিদা জাহান শান্তা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহকারী অধ্যাপক রাগীব রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন- স্কিল ডেভেলপমেন্ট প্লাটফর্ম ‘ওস্তাদ’র সহ-প্রতিষ্ঠাতা ও বিপণন প্রধান মৃদুল খন্দকার।
 
সিরিজটির এক্সেকিউটিভ প্রোডিউসার এম.এ. লতিফ। তিনি শিক্ষাভিত্তিক সংবাদ মাধ্যম ক্যাম্পাসটাইমস এর ব্যবস্থাপনা সম্পাদক।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানটির আয়োজন সহযোগী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সহযোগিতায় টিএসসিতে একটি অডিশন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে এই ওয়েব সিরিজটির জন্য অভিনয়শিল্পী বাছাই করেন পরিচালক। এরপর শুরু হয় শুটিং।

অপেশাদার অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করা প্রসঙ্গে পরিচালক বলেন, আমি মূল ধারার বাইরে গিয়ে বিকল্প ধারায় কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর সেই প্রেরণা থেকেই নতুনদের নিয়ে কাজ করা। তবে আপনারা ট্রেলার দেখলে বুঝবেন যে তারা পেশাদারদের মতোই সাবলীল অভিনয় করেছেন।

অনুষ্ঠানে উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এস এম ইমরান হোসেন বলেন, আমি খুবই আনন্দিত যে ক্যাম্পাস কেন্দ্রিক একটি প্রোডাকশন তৈরি হয়েছে। এখানে কলা-কুশলী, অভিনেতা সবাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের। আমি এই সিরিজের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই। একই সঙ্গে আমি মনে করি এই ধরনের কাজ আরও হওয়া উচিত।

.

সিরিজটি পরিচালনার পাশাপাশি এর গল্প, চিত্রনাট্যও লিখেছেন তরুণ নির্মাতা জিৎ দে। সেই সঙ্গে সিনেমাটোগ্রাফি ও সম্পাদনাও করেছেন পরিচালক নিজে। এতে অভিনয় করেছেন সোহান, জ্যাম, সাদেক, শোয়েব, শাওন, অন্তি, অতসী, মিতু, লাবন্য, তাপসী, রাগীব, শান্তা, সুমন, জয়ন্ত, নাজমুল, আদৃতা, কৌশিক, উসেন, প্রিয়, ডাবলু, কুটুম, পিয়াল, রাফি, প্রমুখ।

ওয়েব সিরিজটি বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল 'ফেয়ার ফ্লিক্সে' মুক্তি দেওয়া হব ।

প্রসঙ্গত, পরিচালক জিৎ দে এর আগে ‘ক্যাম্পাস ক্লাইমাক্স’ নামে একটি মুভি নির্মাণ করেছিলেন। সেই সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন হালের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। সিনেমাটি মুক্তির পর ওই সময় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। কিন্তু মুক্তির মাত্র কয়েক দিনের মাথায় সিনেমাটি করোনা মহামারি ও লক ডাউনের কবলে পড়ে। তখন থেমে যায় ছবির দেশ-বিদেশে নির্ধারিত সমস্ত প্রচারণা ও প্রদর্শনী।