বিশ্ববিদ্যালয় দিবসে যবিপ্রবি মাতাবেন জেমস


মোসাব্বির হোসাইন | Published: 2018-01-11 16:29:41 BdST | Updated: 2024-10-09 14:52:22 BdST

আগামী ২৫ জানুয়ারী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই সাথে আরও অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৭-১৮ সেশনের নবীন বরন। এ উপলক্ষে ক্যাম্পাস মাতাতে আসছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মীর মোশাররফ হোসেন শিক্ষার্থীদের এ বিষয়টি নিশ্চিত করেন। ২০০৭ সালের ২৫ জানুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়। ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। এটি খুলনা বিভাগের চতুর্থ সরকারি বিশ্ববিদ্যালয় । দীর্ঘ ১১ বছর পার করে ১২ তম বর্ষে পদার্পন করতে যাচ্ছে ক্যাম্পাসটি।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচী হাতে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।তার মধ্যে উল্লেখযোগ্য হল, শীতকালীন পিঠা উৎসব,আলপনা প্রতিযোগীতা,আনন্দ র‌্যালী, সাংস্কৃতিক সন্ধ্যা সহ আরও অনেক কর্মসূচী।

সাংস্কৃতিক সন্ধ্যা মাতাতে আসছেন জেমস। তাছাড়া আরও দেশবরেণ্য শিল্পী ও গায়করা আসছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাসকে সাজানো হয় বর্নিল আলোকসজ্জায়। এবার আরও ২০১৭-১৮ সেশনের নবীনবরন অনুঠ্বানও ২৫ জানুয়ারীতেই অনুষ্ঠিত হওয়ার কথা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

এইচজে/ ১১ জানুয়ারি ২০১৮