মেডিকেলের নতুন শিক্ষাবর্ষের ক্লাস পেছাল


Desk report | Published: 2023-07-05 02:06:20 BdST | Updated: 2024-04-27 17:11:17 BdST

২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ক্লাস আগামী ১০ জুলাই থেকে শুরু হওয়ার কথা থাকলেও এক অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোয় ২০২২-২৩ খ্রি. শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ১০ জুলাই অনিবার্য কারণবশত নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে। ক্লাস শুরুর দিনক্ষণ পরবর্তী সময়ে জানানো হবে।’

এদিকে নানা আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো অটোমোশন পদ্ধতিতে মেধাক্রম অনুযায়ী ভর্তি হচ্ছেন শিক্ষার্থীরা। এর ফলে টাকার মানদণ্ডের পরিবর্তে মেধার ভিত্তিতে বেসরকারি মেডিকেলে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। ৯ জুলাই পর্যন্ত চলবে এ ভর্তি প্রক্রিয়া। স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্ধারিত ১৯ লাখ ৪৪ হাজার টাকায় ভর্তি হবেন শিক্ষার্থীরা। এরই মধ্যে মেধা তালিকা অনুযায়ী ক্ষুদে বার্তা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।

সরকারি মেডিকেল কলেজগুলোতে অটোমেশন পদ্ধতি চালু থাকলেও বেসরকারি কলেজগুলোতে মেধার চেয়ে টাকার মানদণ্ডে যারা এগিয়ে থাকতেন, তারাই ভর্তির সুযোগ পেতেন। অটোমেশন পদ্ধতিতে মেধাতালিকা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে একটি কলেজে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা। এতে মেধাবীরা মেডিকেল কলেজে ভর্তির অগ্রাধিকার পাবেন। এর আগে ২০২১ সালে অটোমেশন চালুর উদ্যোগ নেয় সরকার। তবে এতে আপত্তি জানায় বেসরকারি মেডিকেল কলেজের মালিকরা। এ নিয়ে মালিকদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা। তখন মালিকদের দাবির প্রেক্ষিতে আরও এক বছর সময় বাড়িয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে চালুর সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী এবার সরকারির পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজেও অটোমেশন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি শুরু হচ্ছে।