এবার বগুড়ায় ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত


Desk report | Published: 2021-12-19 07:50:40 BdST | Updated: 2024-09-16 11:29:46 BdST

সড়ক দুর্ঘটনায় একদিনেই দেশে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় নিহত হন সাবরিনা আক্তার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী।

এদিকে, বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (পিইউবি) ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র কামরান হুসাইন রিগ্যান মারা যান। তিনি কাহালু উপজেলার শেখাহার গ্রামের সাইদুল ইসলাম রিপনের ছেলে।

বগুড়া সদর থানার এসআই মাসুদ রানা জানান, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেন রিগ্যান। বেলা দেড়টার দিকে পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। গোদারপাড়া বাজারে পৌঁছালে নওগাঁগামী একটি মালবাহী ট্রাক অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের পিছনের চাকা মাথার ওপরে উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মৃত্যু মামলা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্তে চেষ্টা চলছে।

এদিকে, নিহত জবি ছাত্রী সাবরিনা আক্তার মিতু সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামের মর্তুজা ভূঁইয়ার মেয়ে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।