রাবির ‘ইবলিশ চত্বর’ থেকে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা আটক


রাবি টাইমস | Published: 2017-09-18 16:59:32 BdST | Updated: 2024-10-14 05:49:58 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘ইবলিশ চত্বর’ থেকে আপত্তিকর অবস্থায় এক প্রেমিক জুটিকে আটক করা হয়েছে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাঠের আম বাগান থেকে ওই জুটিকে আটক করা হয়। আটককৃতরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না বলে জানা গেছে। তাদের দুজনের বাড়ি রাজশাহীতে।

পুলিশ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রোববার রাতে ওই প্রেমিক-প্রেমিকাকে বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বরে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তাদের আটক করে পুলিশকে খবর দেন তিনি। পুলিশ তাদের কাজলা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

জানতে চাইলে কাজলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন,‘এক প্রেমিক যুগলকে আটক করা হয়েছিল। পরে স্থানীয় এক ছাত্রলীগ নেতার সুপারিশে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘তাদের আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, ড. শামসুজ্জোহার স্মৃতি বিজড়িত মতিহারের সবুজ চত্বরে বহিরাগতদের দ্বারা কোনো প্রকারে কুলষিত হতে দেব না। এ জন্য যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা আমরা নেব।’ এনটিভি অনলাইন।

টিআর/ ১৮ সেপ্টেম্বর ২০১৭