শতভাগ ভ্যাকসিনেশন করে ক্যাম্পাস খুলছে রাবি


Rajshahi | Published: 2021-10-16 02:36:31 BdST | Updated: 2024-04-26 21:36:03 BdST

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসি এর উদ্যোগে ধাপে ধাপে ভ্যাক্সিনেশন করার প্রক্রিয়া চালু থাকলেও অনেকেই ন্যাশনাল আইডি কার্ড এর অভাবে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেনি। এর ফলে জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া চালু করে ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপরে যখন দেখা গেল যে শতভাগ শিক্ষার্থী ভ্যাকসিনেশনের আওতাভুক্ত হচ্ছে না। তখন সে বিষয়ে উদ্যোগ ভিন্ন উদ্যোগ নিতে বিদ্যালয়ের আই সিটি সেন্টারের সহযোগিতায় এবং ভ্যাকসিনেশনের আওতায় আনতে আগামী ১৭ ই অক্টোবর বিশ্ববিদ্যালয়ের টিএসসি সেন্টারে তিনটি বুথের মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম ডোজ এর কার্যক্রম সম্পন্ন করবে।

কোভিড ১৯ এর সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই উদ্যোগ গ্রহণ করেছে।

আগামী ১৭ থেকে ২২ অক্টোবর সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) কোভিড-১৯ টিকার প্রথম/দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। প্রথম ডোজের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের কপি এবং দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য অবশ্যই প্রথম ডোজের প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।