শোকসভায় কাঁদলেন সেই কুয়েট শিক্ষকের স্ত্রী


Desk report | Published: 2021-12-06 10:08:58 BdST | Updated: 2024-04-26 13:25:49 BdST

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় একটি শোকসভা করেছে শিক্ষক সমিতি।

রোববার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় কুয়েট কর্মকর্তা ক্লাবে অনুষ্ঠিত সভায় অধ্যাপক সেলিমের স্ত্রী সাবিনা খাতুন রিক্তা ভার্চুয়ালি যুক্ত হন। সেখানে কথা বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

সাবিনা খাতুন রিক্তা দাবি করেন, ‘বিভিন্ন নম্বর থেকে ফোন করে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। নিজের বেঁচে থাকা ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে কথা বলা হচ্ছে। কথা বলার জন্য খুলনার বাসায় যেতে বলা হচ্ছে। এরা ফোনে কখনও নাম বলে না। একবার বলে পুলিশের লোক। একবার কুয়েট থেকে বলছি। একেক সময় একেক পরিচয় দেয়, আর হুমকির স্বরে কথা বলে। এসব কারণেই আমি চাচ্ছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ ও অপরাধী শনাক্ত করাসহ শাস্তির আওতায় আনতে সক্রিয় ভূমিকা নিক।’

শিক্ষক সমিতির সভাপতি প্রতীক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা দেন- সৌমিত্র কুমার সরকার, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. আশরাফুল গনি ভুঁইয়া, অধ্যাপক ড. পল্লব কুমার চৌধুরী, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল প্রমুখ।