চাটখিল ও সোনাইমুড়ী পর্যন্ত বাস চান নোবিপ্রবি শিক্ষার্থীরা


Desk report | Published: 2023-02-02 08:39:23 BdST | Updated: 2024-03-19 15:42:56 BdST

নোয়াখালীর চৌমুহনী—মাইজদী—সোনাপুর বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের চার লেন সড়কের কাজ প্রায় শেষের দিকে। এর মধ্য দিয়ে নোয়াখালীর প্রধান শহর মাইজদী, সোনাপুর ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী ও এ অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসানের শেষ হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটায় নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল পর্যন্ত নোবিপ্রবির বাস চালুর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

এ বিষয়ে গত ০৮/১২/২০২২ তারিখে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার—উল—আলমের কাছে এ বিষয়ে আবেদন জানিয়েছিলো নোবিপ্রবিতে অধ্যায়নরত নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিলের শিক্ষার্থীরা।

এতে বলা হয়, চাটখিল উপজেলা নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত এবং স্বল্প দূরত্ব হওয়া সত্ত্বেও ক্যাম্পাস হতে চাটখিল পর্যন্ত কোনো বাস না থাকায় অসংখ্য শিক্ষার্থী ও কর্মকর্তা—কর্মচারীদের নিত্যাদিনের যাতায়াতে বিভিন্ন ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে ছাত্রীরা যাতায়াত নিরাপত্তাহীনতায় ভুগছে।

মাইজদী থেকে চাটখিল পর্যন্ত রাস্তা সম্পূর্ণ ভালো ও চার লেন হওয়ায় মাত্র এক ঘণ্টায় ক্যাম্পাস থেকে চাটখিল যাওয়া সম্ভব।

বর্তমানে নোয়াখালীর চৌরাস্তা পর্যন্ত নোবিপ্রবির বাস চলাচল করে। এখন চৌরাস্তা থেকে চাটখিল পর্যন্ত বাস চালুর দাবি জানিয়েছে ওই উপজেলার শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, চাটখিল পর্যন্ত বাস দেয়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাণের দাবি। শিক্ষার্থীরা আরো বলেন, আগে রাস্তার কথা বলে বাস দেয়ার দীর্ঘসূত্রীতার কথা জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এখন রাস্তার চার লেনের কাজ শেষ হওয়ায় ক্যাম্পাস থেকে বাস সুবিধা চায় শিক্ষার্থীরা। বাস সুবিধা চালু থাকলে এ অঞ্চলের শিক্ষার গুণগত মানোন্নয়নে নোবিপ্রবির শিক্ষার্থীরা আরো ভূমিকা রাখবে।

নোবিপ্রবির সোনাইমুড়ী স্টুডেন্টস্ এসোসিয়েশনের সভাপতি মেহরাব মজুমদার বলেন, করোনা মহামারীর আগেই সোনাইমুড়ীতে বাস দেয়ার কথা ছিল। কিন্তু রাস্তা খারাপের কারণ দেখিয়ে দেয়া হয় নি। এখন ফোর লেন রাস্তার কাজ সম্পন্ন হয়েছে, মাত্র ১২ মিনিট লাগে চৌরাস্তা থেকে সোনাইমুড়ী যেতে। তাই অতিদ্রুত আমাদের বাস দেয়া সোনাইমুড়ীর সকল শিক্ষক, শিক্ষার্থীর প্রাণের দাবি।

সোনাইমুড়ী স্টুডেন্টস্ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অর্থনীতে বিভাগের চেয়ারম্যান মাজনুর রহমান সবুজ বলেন, চাটখিল, সোনাইমুড়ী ও নোবিপ্রবির সকল কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য প্রতিদিন যাতায়াতে যানজটসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে। তাই এ অঞ্চলে বাস দেওয়াটা জরুরি হয়ে পড়েছে, শিক্ষার্থীদের দাবির সাথে আমি একমত।

//