জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের কর্মবিরতির হুঁশিয়ারি


Desk report | Published: 2023-03-29 23:50:58 BdST | Updated: 2024-03-29 15:59:00 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ৯ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অনুমোদিত কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি নীতিমালা বাতিলসহ চার দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি।

পাশাপাশি আগামী ৩০ মার্চের মধ্যে দাবি আদায় না হলে ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন ঘেরাও ও কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি মোহাম্মদ আজীম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. রবিউল্লাহ স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পাঠানো এক চিঠিতে এ দাবি জানানো হয়।

দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ে গত ৯ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অনুমোদিত কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি নীতিমালা বাতিল করে ২০১৯ সালের নীতিমালা অনুযায়ী পদোন্নতি বাস্তবায়ন করা, অফিসার নিয়োগ ও পদোন্নতির বর্তমান রিভিউ কমিটিকে পুনর্গঠন করে এতে অফিসার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করা, ডেপুটি রেজিস্টার (প্রশাসন-২) এবিএম কামরুজ্জামানকে ৩০ মার্চের মধ্যে রেজিস্ট্রার কার্যালয় থেকে অন্যত্র বদলি করা, যে সকল অফিসে ভারপ্রাপ্ত অফিসার আছে তাদেরকে স্থায়ী করা এবং সকল অফিসে অফিস প্রধান হিসেবে অফিসারদেরকে পদায়ন করা।

//