স্নাতকের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো ঢাকা কলেজ


Desk report | Published: 2023-10-03 18:55:22 BdST | Updated: 2024-07-27 10:37:27 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ঢাকা কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) ১ম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে ঢাকা কলেজ। মঙ্গলবার (০৩ অক্টোবর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজের ২১টি বিভাগে একযোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, নবীন বরণকে কেন্দ্র করে সকাল থেকেই নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। প্রশাসনিক ভবনের বিভিন্ন ক্লাসরুম, গ্যালারি, লে. শেখ জামাল একাডেমিক ভবন, উদ্ভিদবিদ্যা ভবন এবং বিভাগগুলোতে ছিল শিক্ষার্থীদের পদচারণা। বিভাগগুলোতে লাল গোলাপ, গাঁদাফুল, রজনীগন্ধা আর ফাইল কলম উপহার হিসেবে দেওয়া হয় তাদের। সাজানো হয়েছে রঙ-বেরঙের ফুল ও বেলুন দিয়ে। উৎফুল্ল ছিলেন নবীন শিক্ষার্থীরাও।

এই আয়োজনে অধ্যক্ষের কার্যালয় থেকে অনলাইনে সকল বিভাগের সঙ্গে যুক্ত হয়ের বক্তব্য রাখেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ও উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন।

নতুন শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রণীত নিয়ম ও সিলেবাস অনুযায়ী সাত কলেজের ক্লাস পরীক্ষার সম্পন্ন হয়ে থাকে। সেজন্য শুরু থেকেই নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকার পাশাপাশি প্রতিদিনের একাডেমিক পড়াশোনা সম্পন্ন করতে হবে।

চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৭৫ শতাংশ ক্লাস উপস্থিতির বিষয়টি সামনে এনে অধ্যক্ষ বলেন, চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিতি থাকতেই হবে। শিক্ষার্থীরা যদি ৬০-৭৪ শতাংশ উপস্থিত না থাকে তবে ‘নন-কলেজিয়েট’ হিসাবে গণ্য হবেন। আর যেসব শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশের কম তারা ‘ডিস-কলেজিয়েট’ শিক্ষার্থী হিসাবে গণ্য হবেন। সেজন্য অবশ্যই রুটিন অনুযায়ী প্রতিটি শিক্ষার্থীকে ক্লাসে উপস্থিত হতে হবে।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন উপাধ্যক্ষ মইনুল হোসেন। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়ার ব্যাপারে জোর দিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী স্নাতক শ্রেণির সকল শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে। বিষয়টি হালকা করে দেখার সুযোগ নেই। আমরা শিক্ষকরা অত্যন্ত আন্তরিক। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা তৈরি করে দেওয়ার চেষ্টা সবসময় করা হয়। শিক্ষার্থীদের বিভাগ ও ক্যাম্পাসে নিয়মিত আসতে হবে। তাহলেই উচ্চ শিক্ষা গ্রহণের প্রকৃত বিষয়টি নিশ্চিত হবে।

কলেজ সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকা কলেজে মোট ২১টি বিভাগে স্নাতক কোর্স চালু রয়েছে। বিভাগগুলো হলো— বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান।

এসব বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রায় ৩ হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছেন। কলা ও সমাজবিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট এবং বাণিজ্য ইউনিটের এসব বিভাগগুলোর পাঠ্যসূচি, শ্রেণি কার্যক্রম, সিলেবাস, পরীক্ষা গ্রহণ ও প্রেজেন্টেশনসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হয়।