শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিদ্ধান্ত পরিবর্তন করল ইবি প্রশাসন


Shakib Aslam | Published: 2023-10-04 19:28:30 BdST | Updated: 2024-07-27 16:05:11 BdST

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চিকিৎসাকেন্দ্রে ভাঙচুর এবং র‍্যাগিংয়ের দায়ে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে তিন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার এবং তিনজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত পরিবর্তন করে সবাইকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে দুই ঘটনায় অভিযুক্ত ছয়জনকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া তাদেরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ছাত্র-শৃঙ্খলা কমিটির সভা শেষে ছয় শিক্ষার্থীকে বহিষ্কারের কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন। এরপর বিকেল ৪টার দিকে এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা আন্দলোনের পর একদিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেন তারা। পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- মেডিকেল ভাঙচুরের ঘটনায় আইন বিভাগের ছাত্র রেজোয়ান সিদ্দিক কাব্য, র‍্যাগিংয়ের ঘটনায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী হিশাম নাজির শুভ, মিজানু রহমান ইমন, শাহরিয়ার পুলক, শেখ সালাউদ্দীন সাকিব ও সাদমান সাকিব আকিব।