না ফেরার দেশে জবি শিক্ষার্থী শিহাব


Desk report | Published: 2023-11-24 17:21:32 BdST | Updated: 2024-07-27 11:06:35 BdST

এপ্লাস্টিক এনিমিয়ায় আক্রান্ত হয়ে শিহাব মিয়া নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী মারা গেছেন। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় গাইবান্ধার সাদুল্লাপুরে তার নানার বাড়িতে মারা যায় বলে জানিয়েছেন সহপাঠীরা।

ওই শিক্ষার্থী জবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলায়।

শিহাবের সহপাঠী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন এপ্লাস্টিক এনিমিয়ায় ভুগেছিলেন শিহাব। তার শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসক হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেয় তাকে। বাড়িতে থাকা অবস্থায় শিহাব আজকে আমাদের ছেড়ে চলে যায়।

আনোয়ার আরও বলেন, শিহাবের মৃত্যুতে আমরা মর্মাহত। আমাদের জন্য তিক্ত সত্য যে ওর ওকাল মৃত্যুর শূন্যতা এখন বয়ে চলতে হবে। আমরা সহপাঠীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর তায়ালা শিহাবকে জান্নাত নসিব করুক এই প্রার্থনাই করি।

শিহাবের মৃত্যুতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন শোক জানিয়ে বলেন, আমরা আজকে সকালে শুনেছি শিহাব আমাদের মাঝে আর নেই। আমরা সত্যি একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।