ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষা সহ ৫ দফা দাবিতে আন্দোলন করেছে। এসময় বিভাগটির প্রথম বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষের সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
শনিবার (২৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে বিভাগীয় সভাপতির রুমে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় দুপুর দেড় টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আন্দোলন করেন।
এসময় ২৮ তারিখের মধ্যে নন-ক্রেডিট নেওয়া, চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা এই মাসে নেওয়া, আসন্ন শীতের ছুটির আগে শেষ করা, পরীক্ষা শেষ হওয়ার ১৪ দিনের মধ্যে ফলাফল প্রকাশসহ পরীক্ষার ফলাফল মার্কসিট সহ দেওয়া নিয়ে আন্দোলনে নামে বিভাগের সকল শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে পরীক্ষা নিন না হলে বিষ দিন, পরীক্ষা নিতে অনীহা কেন? ডিপার্টমেন্টের জবাব চাই, আর কতকাল থাকব পড়ে, ব্যক্তি স্বার্থ বন্ধ করুন, কর্তৃপক্ষের দায়িত্ব পালনে ব্যর্থ কেন? ইত্যাদি প্লেকার্ড দেখা যায়।
দাবি আদায়ের আন্দোলনের সময় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, তোমাদের পরীক্ষা সহ একাডেমিক দাবি-দাওয়া বিভাগীয় সভাপতি ও শিক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারো। কিন্তু কোনো ধরনের ভাঙচুর ও সহিংসতা করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না হয়। সভাপতি আমাদের থেকে সময় চেয়েছেন। আগামীকাল বসে সিদ্ধান্ত জানানো হবে।
এ বিষয় নিয়ে জানতে চাইলে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম বলেন, বিষয়টা দেখতেছি। আগামীকাল প্রশাসনের সাথে বসে আলোচনা করে যৌক্তিক দাবির সিন্ধান্ত দিব। এখন আপাতত এইটুকু আশ্বাস দিতে পারছি শিক্ষার্থীদের।