বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সৈয়দ নজরুল ইসলাম হল ক্যান্টিন পরিচালনাকারীদের বিরুদ্ধে নানা অভিযোগের প্রেক্ষিতে সাত কর্মদিবসের মধ্যে যাবতীয় মালামাল ও সরঞ্জাম নিয়ে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে হল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ নভেম্বর) হল প্রভোস্ট ড. মোঃ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশ দেয়া হয়।
অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত পরিবেশে খাবার পরিবেশন, দীর্ঘদিন ধরে হলের ডাইনিংয়ের দেয়াল ভেঙ্গে ভেতরের জায়গা দখল করে ক্যান্টিন পরিচালনা, অবৈধভাবে হলের গ্যাস, পানি ও বিদ্যুৎ ব্যবহার করা, বিভিন্ন সময়ে ডাইনিংয়ের গ্লাস-প্লেট-বাটি ইত্যাদি ডাইনিং থেকে নিয়ে যাওয়া, ডাইনিংয়ের খাবার সরবরাহে বাধা প্রদান, হলের স্টাফদের সাথে দুর্ব্যবহার, হলের মধ্যে প্রকাশ্যে মাদক গ্রহণ করা, ক্যান্টিনের খাবারের জন্য হলে বহিরাগতদের অবাধ প্রবেশ, হলের সীমানা প্রাচীর ভেঙ্গে বহিরাগতদের নিয়মিত খাবার প্রদান করাসহ নানা অভিযোগ ক্যান্টিন কর্তৃপক্ষের বিরুদ্ধে।
নোটিশে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে অভিযোগের লিখিত জবাব দিতে বলা হয়। পাশাপাশি বলা হয় আগামী সাত কর্মদিবসের মধ্যে হল ত্যাগ না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।