বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রক্টরিয়াল বডির সাথে বাকৃবি সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ে প্রক্টর কার্যালয়ের সম্মলেন কক্ষে সাংবাদিকদের সাথে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মো. শরীয়ত- উল্লাহ্ , সহকারী অধ্যাপক গোলাম মোহাম্মদ মোস্তাকিম, সহকারী অধ্যাপক ড. মো. আরিফ শাকিল, সহকারী অধ্যাপক ডা. মো. সব্যসাচী, সহকারী অধ্যাপক ড. মো. নুরুজ্জামান, সহকারী অধ্যাপক ফাহানা তাহি তিজা, বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মো. রাফী উল্লাহ ফুয়াদ, সাধারণ সম্পাদক তানিউল করিম জীম এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বাকৃবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২৪ এর অন্যান্য সদস্যরা।
সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোকপাত করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির কথা বলা হয়।
এ সময় বাকৃবি প্রক্টর ড. আজহারুল ইসলাম বলেন, ১২শ একরের বিশাল এই ক্যাম্পাসে নিরাপত্তা বজায় রাখা সহজ না । তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি। প্রক্টরিয়াল বডির তৎপরতার কারণে নেশাখোর বা মাদকসেবীরা রাতের বেলা ক্যাম্পাসে ঘুরতে সাহস পায় না। আমরা রাত ১ টা পর্যন্ত প্রায় দশ বার বিশ্ববিদ্যালয়ে টহল দিই। ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ করতে গেলে লোকবল বৃদ্ধি করতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা পিকনিক বা শিক্ষা সফরের অনুমতি দিই না। আর ভবিষ্যতেও ক্যাম্পাসে শিক্ষা সফরের কোনো অনুমতি দিব না। বিশ্ববিদ্যালয়ের বাসের হেল্পার লোকজন শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করে বলে আমরা একাধিক অভিযোগ পেয়েছি। এই বিষয়টির ব্যবস্থা করা হবে। নিরাপত্তা কর্মী নিয়োগের কাজ চলছে। নিয়োগ হলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে।