ছাত্র ইউনিয়ন ইবি সংসদের বিক্ষোভ মিছিল


Shakib Aslam | Published: 2024-03-02 23:19:26 BdST | Updated: 2024-11-14 13:26:45 BdST

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র ইউনিয়ন, ইবি সংসদ শিক্ষার্থীদের ফি সমন্বয় বাস্তবায়ন এবং প্রশাসনের অন্যায্য ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে।

শনিবার (০২ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে সংগঠনটির নেতা-কর্মীরা দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি আরম্ভ করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন তাঁরা।

এসময় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিকী বলেন, ২০১৬ থেকে এ তালবাহানা অব্যাহত আছে। এ হিসাব কে দিবে আমাদেরকে? আমরা বলতে চাই- অনতিবিলম্বে ফি সমন্বয় করে এই সমস্যার সুষ্ঠু সমাধান করা হোক। তৎকালীন আমাদেরকে আশ্বাস দিলেও এখনও বাস্তবায়ন হয়নি। আরও পরবর্তীতে ফি বাড়ানো হয়েছে। এর মধ্যেও শিক্ষার্থীরা ফি জমা দিলে ইকোনমিকস শাখার কর্মকর্তারা খাতায় তোলেন না। দুই তিন বার ফি জমা দেওয়া লাগে। এই মা বাবার কষ্টার্জিত টাকা নিয়ে এভাবে তালবাহানা চলতে পারে না।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম সুইট তাঁর বক্তব্যে বলেন, ছাত্র ইউনিয়ন ক্যাম্পাসের প্রত্যেক শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা রয়েছে। ২০১৮-১৯ এ ছাত্র ইউনিয়ন কর্তৃক আন্দোলনের ফলে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন ফি সমন্বয় করতে বাধ্য হয়েছিল কিন্তু দুঃখের বিষয় এখনও বাস্তবায়ন হয়নি। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যেতে বাধ্য হব।

ইবি শাখার ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ফি সমন্বয় তো করেনি, উপর্যুপরি শিক্ষার্থী সংশ্লিষ্ট বিভিন্ন খাতে ২০১৯-২০ সেশন থেকে অন্যায্য ভাবে ফি বাড়িয়েছে, যা অত্যান্ত অমানবিক আচরণ।অনতিলম্বে ফি সমন্বয় বাস্তবায়ন এবং অন্যায্য ফি প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি সমূহ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না করেন তাহলে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।