উপকূলীয় অক্সফোর্ড খ্যাত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবাপ্রবি)। ২০০৬ সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে পথ চলছে এই স্বপ্নভূমি। বিভাগ বৃদ্ধির সাথে সাথে বেড়ে চলছে এর শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ও। তারই পারিপার্শ্বিকতায় বেড়ে চলছে ভর্তিচ্ছু পরিক্ষার্থী সংখ্যাও।
বিগত বছরের ন্যায় এবারো ৩ ও ৪ নভেম্বর হাজারো শিক্ষার্থী ভীড় জমাবে এই স্বপ্নরাজ্যে।কিন্তু সবার ভাগ্যে এই স্বপ্নভূমিতে চান্স পাওয়া সম্ভব নয়।প্রকৃত পরিশ্রমী মেধাবীরাই এখানে পড়াশুনা করার সুযোগ পাবে।
ভর্তিচ্ছুদের সহজে চান্স পাওয়া কিভাবে সম্ভব এই নিয়ে কথা হয় গত বছর মেধা তালিকায় ৮ম স্থান অধিকার করা জয়া দাশের সাথে।
ক্যাম্পাস টাইমস: কোন বিভাগে পড়ছেন?
জয়া: ফার্মেসী
ক্যাম্পাস টাইমস: আপনি তো গত বছর ভর্তি পরিক্ষায় বি ইউনিট এ অষ্টম হয়েছেন?
জয়া: জ্বি,হ্যাঁ
ক্যাম্পাস টাইমস: কেমন ছিল আপনার প্রস্তুতি?
জয়া: ঢাবি এবং চবিতে আশানুরূপ বিভাগে ভর্তি হতে না পারায় আমি হতাশ হয়ে পড়ি। কি করব বুঝতে পারছিলাম না। এর প্রায় ১০ দিন পরই ছিল নোবিপ্রবি ভর্তি পরিক্ষা। এ কয়েকদিন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করা শুরু করি।
ক্যাম্পাস টাইমস: কোন কোন বই ফলো করেছেন?
জয়া: ভার্টেক্স এবং আইশুট
ক্যাম্পাস টাইমস: শুধুমাত্র বইগুলো ফলো করাই যথার্থ মনে করেন?
জয়া: মেইন বই এবং এই বইগুলো থেকে বিগত বছরের কোয়াশ্চেনগুলো সলভ করলেই ভালো কিছু আশা করা যায় কেননা নোবিপ্রবিতে প্রশ্ন রিপিট হয়।
ক্যাম্পাস টাইমস: ভর্তি পরিক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন কেমন ছিল?
জয়া: সাধারন মানের কোয়াশ্চেনগুলোই বেশি আসে।অতি কমপ্লেক্স প্রশ্ন খুব একটা আসে না।
ক্যাম্পাস টাইমস: পরিক্ষার হলে ভর্তিচ্ছুদের করনীয় কি?
জয়া: এতো এতো পরিক্ষার্থী দেখে ভয় না পেয়ে শান্ত মেজাজে থাকা গুরুত্বপূর্ন বলে আমি মনে করি।নাম, রোল এগুলো পূরনে সাবধানতা অবলম্বন পূর্বক জানা প্রশ্নের উত্তর আগে করে পরবর্তীতে না জানা প্রশ্নের উত্তর ভেবে চিন্তে দেয়া যায়।
ক্যাম্পাস টাইমস: নেগেটিভ মার্কিং আছে কিনা?
জয়া: না।
ক্যাম্পাস টাইমস: কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব বলে মনে করেন?
জয়া: সেটা প্রশ্ন কেমন হবে তার উপর নির্ভর করে তবে ৭০+ পেলেই চান্স পাওয়া সম্ভব এবং প্রথম সারির বিভাগের জন্য ৮০+ পেতে হবে বলেই ধরা হয়।
ক্যাম্পাস টাইমস: নোবিপ্রবি সম্পর্কে কিছু বলুন?
জয়া: যান্ত্রিক কোলাহল ও যানজট মুক্ত একটি প্রাকৃতিক বিশ্ববিদ্যালয় নোবিপ্রবি।সেশনজট ও তুলনামূলক অনেক কম।আগামী কিছু দিনের মধ্যেই প্রায় ১০০% হল ফ্যাসিলিটি পাবো বলে আশা করছি।বিশাল খেলার মাঠ,নীলাভ স্বচ্ছ পানির পুকুর আসলেই অসাধারণ। সবমিলিয়ে এই পরিবেশে যে কেউ মানিয়ে উঠতে পারবে বলে আমি মনে করি।
আশা করছি এই প্রতিবেদন নোবিপ্রবি ভর্তিচ্ছুদের কিছুটা হলেও সহায়তা করবে। নোবিপ্রবিতে ভর্তিচ্ছু সকলকেই অগ্রিম অভিনন্দন ও শুভ কামনা রইলো।
জেএস/ ২৩ অক্টোবর ২০১৭