বাজার করে বাড়ি ফেরা হল না রাবি শিক্ষার্থী শুভর


Desk report | Published: 2024-04-13 10:42:23 BdST | Updated: 2024-12-15 02:27:51 BdST

রংপুরে মাহেন্দ্রের ধাক্কায় শুভ রায় (২৪) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-দিনাজপুর সড়কের পাগলাপীর শলেয়াশাহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ রায় রংপুর সদর উপজেলার লালচাঁদপুর গ্রামের দিলীপ চন্দ্র রায়ের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে বাজার শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন শুভ রায়। এ সময় দিনাজপুর-রংপুর মহাসড়কে দ্রুতগতিতে চলা একটি মাহেন্দ্র ওই ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে শুভ পেছনে থাকায় সরাসরি তার গায়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় মাহেন্দ্র চালককে চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।