জবির ছাত্রী হলে সিটের আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত


Desk report | Published: 2024-04-19 20:43:26 BdST | Updated: 2024-10-10 07:08:13 BdST

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে কিছু সংখ্যক সিট খালি থাকায় নতুন ছাত্রীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। ১৭ এপ্রিল থেকে শুরু হয়েছে আবেদন, ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ছাত্রীরা।

গত বুধবার (১৭ এপ্রিল) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দিপীকা রাণী সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, https://student.erp.jnu.ac.bd/ লিংকে লগইন করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা যাবে। কিছু সংখ্যক আসন খালি থাকায় নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে।

এদিকে হলটিতে যেসব ছাত্রীদের আবাসিক সিট প্রাপ্তির এক থেকে দুই বছর পূর্ণ হয়েছে তাদের সিট নবায়ন করার নোটিশ দেয়া হয়েছে। হল প্রভোস্ট স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সিট নবায়নের জন্য ১৭-৩০ এপ্রিলের মধ্যে নগদ, রকেট কিংবা শিউরক্যাশে ৩ হাজার ৪০০ টাকা পরিশোধ করতে হবে এবং জমা রশিদের এক কপি হলের অফিসে জমা দিতে হবে।