যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


Desk report | Published: 2024-04-20 10:42:44 BdST | Updated: 2024-05-03 18:48:56 BdST

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্বাস্থ্যবিজ্ঞান অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) যবিপ্রবির অফিসিয়াল ওয়েবসাইটে পিইএসএস বিভাগের প্রাথমিক নির্বাচনি লিখিত পরীক্ষার ফলাফল ও পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ জাফিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবির পিইএসএস বিভাগের প্রাথমিক নির্বাচনি লিখিত পরীক্ষারলয় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ফলাফল ঘোষণা করে। পিইএসএস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মোট ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ব্যবহারিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে সর্বমোট ৭৭ জন। তন্মধ্যে খেলোয়াড় কোটায় ২৬ জন নির্বাচিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ১৪ মে সকাল ৯:০০ ঘটিকায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদেরকে যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় পিইএসএস বিভাগের প্রাথমিক নির্বাচনি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে সর্বমোট ৩০ জন শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেয়া হবে।