জগন্নাথের একমাত্র হলের নামে পরিবর্তন


Desk report | Published: 2024-05-13 20:09:53 BdST | Updated: 2024-12-15 02:19:15 BdST

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলের নামে কিছুটা পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। হলটির নতুন নাম হবে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’।

সোমবার (১৩ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ এপ্রিল অনুষ্ঠিত ৯৫তম সিন্ডিকেট সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য নির্মিত ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ এর নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, আমাদের উপাচার্য আসার পর নাম পরিবর্তনের জন্য বলেছিলেন। আগে থেকেই নাম পরিবর্তনের জন্য আলোচনা চলছিল। নাম পরিবর্তনের এ উদ্যোগ গ্রহণের জন্য উপাচার্যকে অসংখ্য ধন্যবাদ।

২০২০ সালের ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় দুই বছর পর ২০২২ সালের ১৬ মার্চ হলের দুয়ার খুলে এবং পর দিন শিক্ষার্থীরা হলে ওঠেন।