দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে জাবি গবেষণা সংসদের প্রশিক্ষণ কর্মশালা


Jahangirnagar University | Published: 2024-05-21 22:57:12 BdST | Updated: 2024-07-27 10:58:10 BdST

গবেষণা শেখায় তরুণদের অংশগ্রহণ ক্রমাগত বাড়ছে। আর তাই ছাপ দেখা গেলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের আয়োজনে।

দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে সংগঠনটি আয়োজন করেছে গবেষণায় ডাটা এনালাইসিসের জন্য IBM SPSS প্রশিক্ষণ কর্মশালা।

শনিবার সকালে (১৮ মে ) কর্মশালাটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান ভবনের গ্যালারি কক্ষে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিকস্ এন্ড ডেটা সাইন্স বিভাগের অধ্যাপক মোঃ মোয়াজ্জেম হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের প্রভাষক আনিকা বুশরা বৈচী।

এসময় তিনি বলেন, জাহাঙ্গীরনগর গবেষণা সংসদ যে উদ্যোগ নিয়েছে সেটি সময়োপযোগী এবং শিক্ষার্থীদের কল্যাণমুখী। আমি বিশ্বাস করি এই গবেষণা সংসদে মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারাদেশের শিক্ষার্থীরা গবেষণামুখী হয়ে উঠবে। আমি তাদের সাফল্য কামনা করি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডা. আরিফ চৌধুরী।

তিনি তার বক্তব্যে বলেন , একজন গবেষকের ডাটা অ্যানালাইসিস এর জন্য যে কয়টি সফটওয়্যার আছে তার মধ্যে IBM SPSS সবচেয়ে জনপ্রিয় এবং গবেষণাবান্ধব। ধন্যবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদকে এইরকম সুন্দর কর্মশালা আয়োজনের জন্য। আশা করি এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কর্মশালার সমাপনী বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক আল আমিন বিজয় বলেন, একটি চিন্তাশীল, সৃজনশীল এবং গবেষণামুখী প্রজন্ম গড়ার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের যাত্রা। স্নাতক সম্মানের শিক্ষার্থীদের গবেষণামুখী করতে এই গবেষণা সংসদ কাজ করে যাচ্ছে। সেজন্য সবার আন্তরিকতা এবং সহযোগিতা একান্ত কাম্য।

কর্মশালাটির সঞ্চালনায় ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সদস্য সচিব হাসিবুল হাসান ইমন।

কর্মশালায় ২০০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

প্রসঙ্গত, দেশের বিশ্ববিদ্যালয়ের তরুণদের মাঝে গবেষণা সংসদ বেশ জনপ্রিয়তা অর্জন করছে। মূলত ঢাকা ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ প্রতিষ্ঠার মধ্যদিয়ে বাংলাদেশে শিক্ষার্থীদের গবেষণা সংসদের ধারণার সূচনা হয়। বর্তমানে ২২ টি বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংসদ একযোগে কাজ করছে। আর এই সংগঠনগুলোর সমন্বয় করছে বাংলাদেশ গবেষণা সংসদ।