চবি ছাত্রলীগের নতুন কমিটির জন্য জীবন বৃত্তান্ত আহ্বান


চবি টাইমস | Published: 2017-11-07 17:42:13 BdST | Updated: 2024-09-16 12:08:27 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি দেয়ার লক্ষ্যে পদ-প্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত আহ্বান করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আগ্রহীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে কেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জীবন বৃত্তান্ত জমা দিতে হবে।

সোমবার (০৬ নভেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখাকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে আগ্রহী পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করা হচ্ছে। এতে কেন্দ্রীয় ৫ নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা হলেন- কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী এনায়েত, সহ-সভাপতি মশিউর রহমান শরীফ, সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল, উপ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হোসাইন।

বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা বলেন, ১৫ নভেম্বরের মধ্যে চবি শাখার পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত কেন্দ্রীয় পাঁচ নেতাকে জমা দিতে বলা হয়েছে। শিগগিরই এ নতুন কমিটি গঠন করা হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২০ জুলাই আলমগীর টিপুকে সভাপতি ও এইচ এম ফজলে রাব্বী সুজনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কিন্তু পর পর দুই বার দলীয় সংঘর্ষ-সংঘাত ও ইউনিটকে গতিশীল করতে এ কমিটির কার্যক্রমে স্থগিতাদেশ জারি করে কেন্দ্র। সর্বশেষ চলতি বছরের ৪ মে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাংগঠনিক কার্যক্রমে স্থগিতাদেশ দেয়া হয়।

এমএস/ ০৭ নভেম্বর ২০১৭