রাবির নির্মাণাধীন বিজ্ঞান ভবনে হিমেলের নামে সাইনবোর্ড


RU Correspondent | Published: 2022-02-08 03:00:54 BdST | Updated: 2024-04-20 16:02:59 BdST

ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের নামে একাডেমিক ভবনের নামকরণ করে একটি সাইনবোর্ড টাঙিয়েছেন সহপাঠীরা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ হবিবুর রহমান হলের পাশে নির্মাণাধীন ২০ তলা বিজ্ঞান ভবনের সামনে ‘মাহমুদ হাবিব হিমেল একাডেমিক ভবন’ নামে এ সাইনবোর্ড টাঙানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল মজিদ অন্তর নামে এক শিক্ষার্থী বলেন, এ ভবনটি একটি শিক্ষার্থীর জীবনের ওপর দাঁড়িয়ে আছে। হিমেলের জীবন এখানে কেড়ে নেওয়া হয়েছে, তার স্মৃতি যেন হারিয়ে না যায়, তার স্মৃতিকে সংরক্ষণ করার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম। আমাদের ভিসি সম্মতি দিয়ে ঘোষণা দেন যে ভবনটির নাম হিমেলের নামেই নামকরণ করা হবে। পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে যে বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর জীবন বিফলে যায়নি। এই জীবনের বিনিময়ে পরবর্তী শিক্ষার্থীরা ও প্রশাসন সচেতন থাকবে। প্রশাসন হিমেলের স্মৃতিকে যথাযথ সম্মান করবে আমরা এই প্রত্যাশা করি।

গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তারিফ হাসান মেহেদী বলেন, আমাদের দাবিগুলো প্রশাসন মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা চাই নির্মাণাধীন বিজ্ঞান ভবনের পাশ দিয়ে কোনো মানুষ বা পরিবহন যখন যাবে, এই সাইনবোর্ডটি দেখে নিহত হিমেলকে তারা স্মরণ করবে। এই ভবনের নির্মাণ কাজ শেষ হতে আরও ২০ বছর সময় লাগতে পারে। এর মধ্যে প্রশাসন পরিবর্তন হলেও যেন নির্মাণাধীন ভবনের নাম পরিবর্তন না হয় এ জন্যই আমরা সাইনবোর্ডটি টাঙিয়েছি।

গ্রাফিক্স জিজাইন বিভাগের আরেক শিক্ষার্থী মো. তানভীর ইমাম বলেন, এই ভবনের পাশেই আমার ভাই নিহত হয়েছে। এটা একধরনের হত্যাকাণ্ড। রাজশাহী বিশ্ববিদ্যালয় চিরদিন যেন নিহত হিমেল ভাইয়ের স্মৃতিকে স্মরণ রাখে এ জন্যই আমরা সাইনবোর্ড টাঙিয়েছি। কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নামে একাডেমিক ভবন নেই, তাই এখন থেকে বাংলাদেশ জানবে হিমেল একাডেমিক ভবনের ইতিহাস। এভাবেই আমরা হিমেল ভাইকে আমাদের ও বাংলাদেশের মাঝে বাঁচিয়ে রাখতে চাই।

১ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের পাশে ট্রাকচাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল।