রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল/পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ


RU Correspondent | Published: 2023-04-01 17:19:38 BdST | Updated: 2024-04-25 14:34:51 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইবিএস)-এ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমফিল/পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলা, সামাজিক বিজ্ঞান, আইন ও বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়; পরিসংখ্যান, জনবিজ্ঞান ও মানবসম্পদ উন্নয়ন, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা; এবং বাংলাদেশের জীবন, সমাজ, সংস্কৃতি, পরিবেশ ও উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিরা এমফিল/পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

বিস্তারিত তথ্যর জন্য বিজ্ঞপ্তি এবং প্রাথমিক আবেদনপত্র www.ru.ac.bd/ibs/ থেকে ডাউনলোড করতে পারবেন আগ্রহীরা। ২০ টাকার ডাকটিকিট সংযুক্ত নিজ ঠিকানাসংবলিত খাম পাঠিয়েও ডাকযোগে সংগ্রহ করা যাবে আবেদনপত্র। পূরণকৃত আবেদনের সঙ্গে ২০০০ (দুই হাজার) টাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের অনুকূলে ‘পরিচালক (পরীক্ষা তহবিল), আইবিএস’ নামে বিদ্যমান সঞ্চয়ী হিসাব নম্বর ২০০০০২২২৮০৯০ নম্বরে অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে জমা দিয়ে জমা রশিদসহ সব প্রকার পরীক্ষার সনদ ও মার্কস সার্টিফিকেটের সত্যায়িত কপি ও গবেষণা প্রস্তাবনা জমা প্রদান করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়া যাবে আগামী ১১ মে পর্যন্ত। ভর্তির প্রাথমিক আবেদনপত্রে উল্লেখ করা তথ্য ভুল প্রমাণিত হলে তা বাতিল বলে গণ্য হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

লিখিত পরীক্ষা আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে। আবেদনকারী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ১০ জুন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এমফিল ও পিএইচডি মিলে মোট ৩০ জন প্রার্থীকে মনোনীত করা হবে। মৌখিক পরীক্ষার পর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে সব প্রকার মূল সনদ দেখিয়ে ভর্তি হতে হবে।

এ ছাড়া ভর্তির যোগ্যতাসহ বিস্তারিত www.ru.ac.bd/ibs/ ডট কমে মিলবে।