আল্লামা জুনায়েদ বাবুনগরীর লেখা বইসমূহ


Dhaka | Published: 2021-08-19 19:27:29 BdST | Updated: 2024-12-15 01:25:15 BdST

আরবি, উর্দু ও বাংলায় আল্লামা জুনায়েদ বাবুনগরী  রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা প্রায় ত্রিশটি। দারুল উলুম নাদওয়াতুল উলামার আরবি পত্রিকা আল বাসুল ইসলামি, দারুল উলুম দেওবন্দের মাসিক পত্রিকা আদ দায়ী, দারুল উলুম হাটহাজারীর মাসিক আল মুঈন সহ বিভিন্ন সাময়িকীতে তার অসংখ্য প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।

কাতারের আল আরব পত্রিকায় তার দীর্ঘ সাক্ষাৎকার ছাপানো হয়েছিল। এছাড়াও তিনি ইনসাফ২৪.কম, কওমিভিশন.কমের প্রধান উপদেষ্টা ও মাসিক দাওয়াতুল হকের পৃষ্ঠপোষক।

বইসমূহ
সীরাতুল ইমামিদ দারিমী ওয়াত তারিখ বি শায়খিহী [ঘ] (১৯৭৮)বি

শ্ববরেণ্যে মুহাদ্দিসগণের দৃষ্টিতে ইমাম আবু হানিফা রহ.

তালিমুল ইসলাম [ঙ] (আরবি)

বাড়াবাড়ি ছাড়াছাড়ির কবলে শবে বরাত

ইসলামে দাড়ির বিধান

তাওহীদ ও শিরক: প্রকার ও প্রকৃতি

মুকাদ্দিমাতুল ইলম : তাফসীর, হাদীস, ফিকাহ, ফতোয়া

দারুল উলুম হাটহাজারীর কতিপয় উজ্জ্বল নক্ষত্র

আকাবিরে দেওবন্দের সিলসিলায়ে সনদ

জুনায়েদ বাবুনগরীর রচনাসমগ্র

ইলমে হাদীসের ভূমিকা

খুতবার ভাষা

মহাগ্রন্থ আল কুরআন ও বিশ্বনবী মুহাম্মদ (স.)

ইসলাম আওর সায়েন্স

নাস্তিক মুরতাদের শরয়ী বিধান

জাল হাদীস

সূরা ফাতিহা

মুকাদ্দামায়ে তানযীমুল আশতাত

খতমে নবুয়ত ও কাদিয়ানী সম্প্রদায়

সিয়াম সাধনা ইতেকাফ ও ঈদ মোবারক

মিলাদ কিয়াম ও সুন্নাত বিদআত

বক্তৃতা সংকলন

হক বাতিলের লড়াই

সুশিক্ষাই জাতির মেরুদণ্ড

ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজীলত

তার তত্ত্বাবধানে লিখিত বই

ইসলাম বনাম সমকালীন মতবাদ

প্রচলিত জাল হাদীস: একটি তাত্ত্বিক আলোচনা

ইসলামের দৃষ্টিতে গান-বাজনা